বন্ধ ঘরের নিঃশ্বাস, আলোর দিশা আবার একখানি চড়ুইয়ের আশ্রয় হয়ে ওঠে ঘুলঘুলি। নিভৃত প্রাণে কখনো সে জোগায় স্পন্দন আবার কখনো হতে যায় নিবিড় আশ্রয়। আমাদের এই ‘ঘুলঘুলি ‘ মানুষের পাশে থাকার এক প্রচেষ্টা। প্রান্তিক প্রান্তর থেকে শহুরে অলিগলি, শিক্ষা, স্বাস্থ্য থেকে পরিবেশ সচেতনতার বিকল্প বার্তা পৌঁছে দেয় মহৎ প্রাণের অন্দরে। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত এই ঘুলঘুলির পথচলা বহুদিনের। আম্পান ঝড়, বিকল্প বইঘর, সুন্দরবনের সবুজায়ন থেকে শবর স্কুল পরিচালনা, অভিজ্ঞতার ঝুলি ভরেছে সময়ের সাথে সাথে। সম্পদ হয়েছে শিশু মনের অকৃত্রিম আবদার, তাদের ক্লান্তিহীন হাসি, মানুষের ভালোবাসা। এই যাত্রাপথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জুড়ে রয়েছে অনেক মানুষ এবং তাদের নিরলস পরিশ্রম। ঘুলঘুলি যত বড় হয়েছে আগামীর প্রতি তার দায়বদ্ধতা বেড়েছে অনেক গুণে। সেই বৃহৎ কর্মভার এখন ঘুলঘুলির পাশাপাশি প্রত্যেক সচেতন মানুষের। ‘ঘুলঘুলি’ আহ্বান করে সবাইকে, ধন্যবাদ জানায় সবাইকে যারা জীবন জীবিকার বাইরে নিত্যদিন যুক্ত। ‘ঘুলঘুলি’ জীবন যুদ্ধে এন.জি.ও’র থেকেও বেড়ে হয়েছে এক ভিন্ন সমাজ। সে সমাজে আমি, তুমি, সবাই জড়িয়ে, চলো সেই সমাজকে আরো একটু গুছিয়ে নেওয়ার স্বপ্নে হাত মেলাই, এই অকালেও।
#ঘুলঘুলিবয়েআনেএকঝাঁকআলো।