"To the world, you may be one person, but to one person you may be the world." An initiative to bring smiles to the faces of people, deprived of their basic needs.
No act of kindness no matter how small is ever wasted. We may not be able to illuminate a dark room with a window full of light but we surely can brighten it up a little bit with our small "Ghulghuli". Since 2017, we are trying to bring a change in distressed people's lives, step by step. Thus far, we have had tried contributing in different spheres of life such as providing child education and a healthy and hygienic lifestyle, addressing social issues, battling natural disasters, and organizing recreational activities in different remote areas.
To be a part of our journey, kindly leave us a message!
A small enlightenment towards the deprived people.
Get in touchIt is a space for our latest events
Journalist
একদল তরুণ তুর্কী অবিরাম ভাবে কাজ করে চলেছে অসহায় মানুষদের জন্য। তাদের মিলিত প্রয়াসে ঘুলঘুলি ডানা মেলছে একটু একটু করে। প্রত্যন্ত এলাকায় ঘুলঘুলি পৌঁছে যাচ্ছে সেইসব প্রান্তিক মানুষগুলোর কাছে যাদের সত্যি সাহায্যের বড়ই প্রয়োজন। বন্যা,মহামারী,ঝড় যখন বেঁচে থাকার ক্ষেত্রে বালাই হয়ে উঠেছে, সেখানে ঘুলঘুলি থেমে না থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জীবনের দিকে। আরো বড় হোক ঘুলঘুলি।
Theatre Actor
আমরা যারা বহুদিন বাড়ির বাইরে রয়েছি, হয়ত আর ফেরার অবকাশটুকুও নেই তাদের কাছে “ঘুলঘুলি” শব্দটা অনেকটা পিছুটান; শৈশব, বাড়ি, খেলার মাঠ, অনেকদিন কথা না হওয়া বন্ধুরা এবং ইত্যাদি প্রভৃতি। সেখানে “ঘুলঘুলি” একদল বন্ধুদের দল। যারা একসাথে পথে নেমে আলোর যোগান দিয়ে সমাজের সমস্ত আবছায়াকে আড়াল করার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। আমার সবচেয়ে ভালো লেগেছে “ঘুলঘুলি বইঘর”।
ঘুলঘুলি -র প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা। ঘুলঘুলিতে আরও অনেক স্বপ্ন বাসা বাঁধুক।
Psychologist
ঘুলঘুলি পরিত্যক্ত হতে পারে। আবার পাখির আশ্রয় হতে পারে। এই ঘুলঘুলির বাসিন্দারা অন্যের আশ্রয় হয়ে উঠছে। তারা রোদ্দুরের অপেক্ষায় থাকেনি। নিজেরাই আলো পৌঁছে দিচ্ছে।
আমার শুভেচ্ছা রইল তোমাদের উদ্যোগের প্রতি। ঘুলঘুলি আরও অনেক মানুষের বিপন্ন দেওয়ালে মুক্তির আশ্বাস এনে দিক।
Actor
আমার এক সিনিয়র দাদা ও তাদের সংগঠন ঘুলঘুলি ২০১৭ সাল থেকে, সুন্দরবন, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়ার বিভিন জায়গায় নানারকম কাজ করে চলেছে, শিশু শিক্ষার প্রসার, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন রকম চ্যারিটির কাজ করে চলেছে। তারা তাদের কাজ যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, আরও ভালো ভাবে যাতে কাজ করতে পারে এবং সবাই চারিদিকে যাতে জানতে পারে, তাই তারা একটা ওয়েবসাইট তৈরী করেছে, আপনারা অবশ্যই চোখ রাখুন তাতে। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
Founder Director, Glorios Phyto Labs Pvt Ltd
I am extremely happy to witness the growth of Ghulghuli – started as a small-time student activity to help the underprivileged children in the remotest parts of eastern India, especially in the state of west bengal. These energetic youths have now organized as a legal entity named, Ghulghuli Trust with young leaders as its Trustees. I have witnessed their respectable social activities, and responsible growth in activities, since their Ghulghuli student activity group. I am fully convinced that the youths of India 🇮🇳 are our great transformational force to strengthen the nation and society. I am sure that, Ghulghli shall be the voice to those who are voiceless, underprivileged, and needy fellow citizens. Ghulghuli Trust shall strive hard to bring hope and light to them through their benevolent activities
Jai Hind !!
MD (Medicine)
ঘুলঘুলির জন্মলগ্ন থেকেই আমার সাথে পরিচয়। নিজেদের মত করে নতুন অথচ দৃঢ় পায়ে তাদের পথচলা আমি দেখেছি। দেখেছি কীভাবে নিজেদের চারপাশে আপাত ক্ষুদ্র পরিসরে একটু একটু করে মানুষের পাশে দাঁড়িয়ে পড়ে ওরা। মনে করিয়ে দেয় খুব অল্প অল্প হলেও রোজদিনের ছোট ছোট সাহায্য, পাশে থাকা, ভরসা দেওয়া জমতে জমতে একটা বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে। ওরা দেখিয়ে দেয় চার দেওয়ালের আড়াল যতই উঁচু হোক, বন্ধ জানলার অন্ধকার যতই কালো হোক, ঘরের কোণের একটা জেদি ঘুলঘুলিই এনে দিতে পারে নতুন দিনের আলো। সেই আলোতে উজ্জ্বল হয়ে উঠুক ঘুলঘুলির আগামি সকল দিনগুলো।
Thanking you all for being a part of this journey for last six years, may we grow and outshine ourselves and keep enlightening deprived lives for many more years to come.
On the occasion of 6th Foundation Anniversary of Purulia Protigya Foundation, it is our great honour to share with you that Ghulghuli and team were felicitated for their support and efforts for the development of Shobor kids in Purulia. On behalf of each and every member of Ghulghuli we heartily thank Purulia Protigya Foundation for […]
Pushan Dasgupta
https://www.prohor.in/ngo-establishes-library-in-sundarban-for-rural-children
World Environment Day celebration. Planted 76 trees in total.