শিক্ষা আমাদের মৌলিক অধিকার, কিন্তু এ দেশের পঞ্চাশ শতাংশের বেশি বাচ্চা স্কুলমুখোই হতে পারেনা কোনোদিন। তবু নরেন দা’র মতো মানুষরা আশা দেখান। নরেন দা পেশায় একজন ঝুমুর শিল্পী, পুরুলিয়ার ভালিডুঙরি পাহাড়ের কোলে ছোট্ট স্কুল ‘সিধু-কানহু মিশন’ সেখানে ১২৫ জন বাচ্চার পুঁথিগত শিক্ষা, নৈতিক শিক্ষা, শিল্পচর্চার পাশাপাশি নিজের ভাষা-সংস্কৃতি রক্ষার পাঠও দেন তিনি। এর মধ্যে ২৫ জনের সমস্ত দায়ভার নরেন দা ই নিয়েছেন। ‘ঘুলঘুলি’র পক্ষ থেকে আমরা কিছু জিনিসপত্র ও টিউশন খরচ বাবদ July, 2019 থেকে October, 2021 পর্যন্ত মাসিক একটা অঙ্ক দিয়ে আসার চেষ্টা করেছি। সবাই এভাবে পাশে থাকলে একদিন ওরা ঠিক লক্ষে পৌঁছবেই।
জঁহার…
Education is one of our basic needs, but around 50% children of our country have went to school. There are people like Naren da who emerge as a ray of hope in this scene. Naren Hansda is a jhumur artisan by profession. His school Sido-Kanhu Mission India situated in the Bhalidungri foothills of Purulia provides 125 children with formal education, upholds their moral values, teaches them arts and crafts and most importantly educates them to save their cultural heritage and mother tongue. Among the children Naren Da has taken the complete responsibility of 25 of them. We on behalf of The #Ghulghuli was trying to help them with necessary rations and tuition fees of the teachers on a monthly basis from the month of July, 2019 to October, 2021. We hope that one day with your collective efforts and contributions, those children will achieve their goal.
Johar…