সুন্দরবনের মন্দিরঘাটে, ‘ঘুলঘুলির বইঘর-১’ এর এক বছর পূর্ণ হলো কিছুদিন আগেই, একদম শুরুর দিনে পাঠক-পাঠিকাদের উৎসাহিত করার জন্য আমরা এক প্রস্তাব রেখেছিলাম, বই পড়ার অভ্যাসকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যারাই ছ’মাসে, অন্তত পক্ষে পাঁচটা বই লাইব্রেরি থেকে ইস্যু করবে, তাদেরকে আমরা একটা করে নতুন বই উপহার দেব । সেই প্রস্তাবে সাড়া দিয়ে মাত্র এক বছরেই প্রায় ৩৮ জন মেম্বার নতুন বই উপহার পাওয়ার দাবি রাখে । মোবাইলের যুগে, বই পড়ার অভ্যাসকে সম্পূর্ণভাবে ভুলতে যাওয়ার এমন একটা সন্ধিক্ষণে, ৭ থেকে ৭০ বয়স পর্যন্ত পাঠক-পাঠিকাদের বই পড়ার প্রতি আগ্রহ, এই এক বছরেই ৯৩ জন লাইব্রেরি মেম্বার, ৩৮০ টা বই ইস্যু, বই পড়ার গুরুত্ব নিয়ে আমাদের দেখা স্বপ্নটাকে সত্যি করার, হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার সাহস জোগায়! তাই নাচ-গান, আবৃত্তি, নতুন বই এর গন্ধ সব মিলিয়ে মিশিয়ে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন! ধন্যবাদ- ভালোবাসা আমাদের সবার প্রিয় কবি অভিনন্দনদাকে, যার অনুপ্রেরণা ও ভরসা ছাড়া বইঘরটা ভাবনা স্তরেই থেকে যেত হয়তো চিরকাল! ধন্যবাদ রাধা ও গৌতমকে যাদের কঠোর পরিশ্রমে লাইব্রেরিটা সুন্দর পরিপাটিভাবে সচল রয়েছে! ধন্যবাদ সবুজ-সংসদ ক্লাবের প্রত্যেক সদস্য-সদস্যাদের যাদের ছত্রছায়া ছাড়া কিছুই সম্ভব হতো না হয়তো!
“এখন আর কে বই পড়ে!”, “শুধু শুধু বই গুলো লাইব্রেরিতেই পড়ে থাকবে!”…
“তাই স্বপ্ন দেখব বলে আমি দুচোখ পেতেছি”….
স্বপ্ন সত্যি হতে, একই স্বপ্নে সামিল হওয়া কতগুলো হাত আর একটু সাহস চাই, ব্যাস!