সুন্দরবনের পশ্চিম দ্বারকাপুর গ্রামে ১০০ টা পরিবারের জন্য কিছুদিনের রেশন পৌঁছে দেওয়া হলো। প্রতি পরিবার পিছু ছিল – আলু, পেঁয়াজ, ডাল, সোয়াবিন, সর্ষের তেল, মশলা, মশা মারার ধূপ, সাবান ও চুন। ঘুলঘুলির কম বয়সি সদস্যদের একটা টিম দিন রাত এক করে, কেনাকাটার পরে প্যাকিং পর্ব সেরে, মাথায় ত্রাণের বোঝা চাপিয়ে, নিজেরাই দায়িত্ব নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গুলোতে সুন্দর ভাবে একটার পর একটা কাজ করে যাচ্ছে। অনেক ভালোবাসা তন্ময়, প্রীতিময়, দেবাঞ্জন, নীলাঞ্জন, রুপাঞ্জন, সোমনাথ ও দ্বৈপায়নদের, সঙ্গে বাবুদা ও রাধাদি কে। সবশেষে বলতেই হয়, আপনাদের ভরসা আর সাহায্য ছাড়া এই কাজ সম্ভব হতো না।