#ghulghuli_yaas_relief
In Bankimnagar and Mrityunjayanagar villages of Sagardwip, our member Bapi and his family members delivered some dry food and necessary items for 300 families as much as we could!
Like Amphan, we are trying our best to stand by the people of the affected areas. But nothing is possible without your help, every time you all have stepped ahead to help the way you could do. We are hoping that this time it won’t be an exception. We hope to get your utmost support in helping those people in the flood affected areas and stand in front of them with some relief no matter how minimal it might be. When everything becomes alright again, atleast we won’t be having this pang of conscience that we couldn’t do anything for those people who didn’t have a roof over the head.
সাগরদ্বীপের বঙ্কিমনগর ও মৃত্যুঞ্জয়নগর গ্রামে ৩০০ টা পরিবারের জন্য আমাদের সাধ্যমতো কিছু শুকনো খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিল আমাদের সদস্য বাপি ও তার পরিবারের লোকজনরা মিলে!
আম্ফানের মতো এবারও আমরা আমাদের মতো করেই চেষ্টা চালিয়ে যাচ্ছি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষগুলোর পাশে দাঁড়ানোর। কিন্তু আপনাদের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, প্রতিবার হাত বাড়ালে যেভাবে আপনারাও হাতে হাত রেখেছেন, ভরসা দিয়েছেন, আশাকরি এইবারও একই ভাবে আপনাদের সাহায্য নিয়ে ওই সব এলাকা গুলোর মানুষদের পাশে কিছুটা হলেও রিলিফ নিয়ে দাঁড়াতে পারবো, হোকনা সেটা ৫০০ গ্রাম মুড়ি! সব কিছু ঠিক হয়ে গেলে এই আক্ষেপটা তো থাকবে না, সহনাগরিক হিসেবে কিছুই করতে পারিনি ওই মানুষ গুলোর জন্য যাদের কিনা মাথার উপরে ঘরটুকুও ছিলনা ওই সময়ে!