গত ১ লা জানুয়ারি ‘ঘুলঘুলি’র চতুর্থ-তম জন্মদিন উপলক্ষে আমরা ৩ তারিখ টালিগঞ্জের রিজেন্ট পার্কে, একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। ঘুলঘুলির জন্মদিনে এর চেয়ে ভালো আর কিই বা হতে পারতো।
একটি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হওয়া মানে মাসে ২ থেকে ৪ ইউনিট ব্লাড জোগার করে যাওয়া। রক্তের যোগান কম আছে, থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য রক্তের প্রয়োজন, তাই আমাদের কাছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার অনুরোধ আসে।
এই রকম একটা কঠিন সময়ে,আপনারা ও আমাদের ঘুলঘুলির সদস্যরা, নিরাশ করেননি। সব মিলিয়ে ডোনারের সংখ্যাটা কম ছিলোনা। থ্যালাসেমিয়া সোসাইটি-র মেডিক্যাল টিমকে ও সুদীপ বাবুকে অনেক ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য।
রক্তদানের পাশাপাশি পরিবেশ সচেতনতার কথা ভেবে প্রত্যেক ডোনারকে আমরা একটা গাছ উপহার দিই, প্রতিবারেই। এই নিয়ে আমরা দ্বিতীয় বার ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করলাম।
আপনাদের ভালোবাসা আর বিশ্বাসে ভর করে আগামীতেও আরও অনেক ক্যাম্প আয়োজন করতে পারবো এই আশা রাখি।