গত ২৬ শে নভেম্বর নরেন’দা ও অন্যান্যদের সহযোগিতায় আমরা পুরুলিয়ার সিধু-কানহু মিশনে ঘুলঘুলির তৃতীয় লাইব্রেরির উদ্বোধন করলাম।
গ্রামের ছোটদের ও ওই মিশনের পড়ুয়া দের মধ্যে পাঠ্যপুস্তকের বাইরের বই এর প্রতিও আগ্রহ বাড়াতে এবং তাদের চেতনা ও মননের গঠনে ঘুলঘুলির এই ছোট্ট প্রচেষ্টা। বই ইস্যু করার ধুমই বলে দেয়,মোবাইল ইন্টারনেটের যুগে আমাদের এই প্রচেষ্টা ওরা বিফলে যেতে দেবে না।