
গত ২৮ শে নভেম্বর ‘ঘুলঘুলি’র পক্ষ আমরা পৌঁছে গিয়েছিলাম সুন্দরবনের আমফান বিধ্বস্ত বনশ্যামনগরের গঙ্গাপুর গ্রামে। প্রায় ২০০ টা কম্বলের দায়িত্ব নিয়েছিল Last Page Doodles ওদের তরফ থেকে সুস্মিতই আমাদের সাথে যোগাযোগ করে, ঘুলঘুলির পক্ষ থেকে রইল ওদের জন্য অনেকটা ভালোবাসা আমাদের উপর ভরসা রাখার জন্য।