গত ২৮ শে নভেম্বর প্রতিমা’দি ও অন্যান্যদের সহযোগিতায় আমরা সুন্দরবনের বনশ্যামনগরে ঘুলঘুলির দ্বিতীয় লাইব্রেরির উদ্বোধন করলাম।
গ্রামের ছোটদের মধ্যে পাঠ্যপুস্তকের বাইরের বই এর প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের চেতনা ও মননের গঠনে ঘুলঘুলির এই ছোট্ট প্রচেষ্টা।এই সফরে ‘ঘুলঘুলি’ পাশে পেয়েছে গ্রামের অনেক আগ্রহী মানুষদের, তাদের এই উৎসাহই বলে দেয় মোবাইল ইন্টারনেটের যুগে আমাদের এই প্রচেষ্টা ওরা বিফলে যেতে দেবে না, ওদের উপস্থিতি ও বই ইস্যুর ধুমই তার পোক্ত প্রমান।