শিক্ষা।
শিক্ষা বলতে আমাদের বেশির ভাগের কাছেই রংচঙে ব্যাগ, চকচকে জুতো আর ধোপদুরস্ত জামা কাপড়ে স্কুল বা কলেজে যাওয়ার ছবি ভেসে ওঠে। এসবের বাইরেও যে দুনিয়া টা শিক্ষা কে অস্ত্র করে বেঁচে থাকার লড়াই চালায় তাদের কথা আমাদের জানা হয়ে ওঠে না। T.A, D.A, GST, গ্যাসের ভর্তুকি, পূজোয় কাশ্মীর এই বাৎসরিক cycle এর বাইরে শ্রমিক ধর্মঘট, ঝুপড়ি উচ্ছেদ, হকার উচ্ছেদ, ছেঁড়া জুতো, সেলাই করা জামা, পান্তা ভাত আর বুক পকেট হাতড়ে শেষ কয়েন টা বের করে দেওয়া ভারাক্রান্ত শ্রেণীর জন্যে ভাবার অবকাশ আমাদের দূরতম স্বপ্নেও হয় না।
না আমরাও আপনাদের থেকে খুব একটা আলাদা বা মহৎ নই, তবে সব পেয়েছির আসরে থেকেও যৎসামান্য হলেও চেষ্টা করছি। সেই চেষ্টা থেকেই টালিগঞ্জ অঞ্চলের সিরিটি এলাকার মৌমিতা হালদার নামে একটি মেয়ের খোঁজ পাই আমরা। বাবা হারানো মেয়েটি সহায় হিসেবে মায়ের আঁচল টাও ঠিক করে পায়নি, প্রায় পঙ্গু এক মাসীর কাছে মানুষ।
তবু হার মানেনি মৌমিতা, লড়াই থামায়নি। 2017 সালের মাধ্যমিকে 478 নম্বর পেয়ে পাশ করেছে। থামতে হয়েছে ক্লাস XI এর ভর্তির সময়। ভর্তির টাকা কিছুতেই জোগাড় করতে পারেনি লোকের বাড়ি পরিচারিকার কাজ করা মাসী। তবে শেষ পর্যন্ত লড়াই টা থামেনি, আমরা খোঁজ পেয়ে ওকে ভর্তি করার ব্যবস্থা করি। ওর বই খাতা আনুষঙ্গিক জিনিসপত্র কিনে দেওয়ার ব্যবস্থা হয়।
তা এসব বলছি কেন? না মশাই দুনিয়া উদ্ধার করার জন্যে নয়, সে ক্ষমতা আমাদের নেই। তবে হ্যাঁ স্বপ্ন দেখি দুনিয়া উদ্ধারের, স্বপ্ন দেখি এক সুন্দর ভারতের , স্বপ্ন দেখি এক সুন্দর সমাজের, তবে সেসব বাস্তবায়নের জন্যে আপনাদের সবার হাত টা দরকার। এরকম আরো মৌমিতা আছে, যাদের কাছে পৌঁছানো টা খুব দরকার, দেরি হওয়ার আগেই । তার জন্যে পাশে চাই আপনাদের। আসুন না হাতে হাত মিলিয়ে।