কদিন আগেই “অচেনা সুখ” এর সৌমেনদা এবং অলোক স্যারের সহযোগিতায় কাকদ্বীপের হারউড পয়েন্টের কাছে, ঘুলঘুলির পক্ষ থেকে ১৮টি পরিবারের জন্য ত্রিপলের ব্যবস্থা করা গেল। এদিন ছিল, তাপস, তন্ময় ও সুপ্রতিম।
ঝড়ের ২০ দিন পরও ছিটেবেড়ার ভাঙা বাড়ি গুলো এখনও মাথা তুলে দাঁড়াতে পারেনি। মাঝে যতবার বৃষ্টি হয়েছে, ভিজেছে ওরা, কেউ কেউ ডেকচি পেতেছে, ঘরের জিনিস এদিক থেকে ওদিকে সরিয়েছে, কেউ আবার প্রতিবেশীর তুলনামূলক ভালো বাড়িতে আশ্রয় নিয়েছে। বর্ষা আসছে, তাই আবারও ঘর বাঁধছে ওরা, সবটুকু দিয়ে।
আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই শুধু শারীরিক দুরত্ব বজায় রাখুন, মানসিক দুরত্ব নয়।এই কঠিন সময়ে পাশে দাঁড়ান, যেমন ভাবে সম্ভব।