আম্পান এর পরে গতকালই ‘ঘুলঘুলি’র দ্বিতীয় দফার কাজ সম্পন্ন হল। একটানা লকডাউনের জেরে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর ভাঁড়ারে টান পড়েছিল প্রথম থেকেই। এর মধ্যেই আবার আম্পানের ভয়াবহ প্রকোপ। চারিদিকে বিপর্যয়ের ছাপ স্পষ্ট, কাঁচা বাড়ি অক্ষত নেই একটাও। প্রচুর বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তো বটেই তার সাথে জীবিকাও বিপন্ন।
আম্পানের পরে চাষের জমিতে জল জমেছে। ফসল,পানের বরোজ, সব নষ্ট হয়ে গেছে। এখানকার প্রায় সব পুকুরের জলই নোংরা হয়ে গিয়েছে তাই মরা মাছ ভেসে উঠছে। এলাকার পর এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঘুলঘুলির পক্ষ থেকে তাই এ’দফায় সুন্দরবনের মন্দিরঘাট এলাকায় ৫০ টা পরিবারকে চুন, ব্লিচিং পাউডার, ফিনাইল, সাবান ও মশা মারার ধূপ, এরকম কয়েকটি জরুরি জিনিস দেওয়া হলো, সাথে চলছে পুকুর সংস্কারের কাজও। ‘ঘুলঘুলি’র পক্ষ থেকে বাবুদা, তাপস ও তন্ময় ওখানকারই ‘সবুজ সংসদ’ ক্লাবের সদস্যদের সহায়তায় এই কাজটা করেছে।
আগামীদিনে আরও বেশ কিছু জায়গায় কাজের পরিকল্পনা রয়েছে। সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। কিন্তু আপনাদের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, তাই শুধু শারীরিক দুরত্ব বজায় রাখুন, মানসিক দুরত্ব নয়।এই কঠিন সময়ে পাশে দাঁড়ান, যেমন ভাবে সম্ভব।