আম্পান এর পরে ‘ঘুলঘুলি’র প্রথম দফার কাজ শুরু হয়েছে। প্রচুর বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।চারিদিকে বিপর্যয়ের ছাপ স্পষ্ট। কাঁচা বাড়ি অক্ষত নেই একটাও। টিন, এসবেস্টস, টালির ছাউনি সব ভেঙে গেছে। তবু সবাই উঠেপড়ে লেগেছে, ঘর বাঁধছে আবার। ঘুলঘুলির পক্ষ থেকে মিনাখাঁয় সহিদুল দার সাহায্যেই প্রথম দফায় ১০ টা বাড়ির জন্য ত্রিপলের ব্যবস্থা করতে পেরেছি। আগামীদিনে আরও কিছু জায়গায় কাজের পরিকল্পনা রয়েছে, সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি আমরা। কিন্তু আপনাদের সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই শুধু শারীরিক দুরত্ব বজায় রাখুন, মানসিক দুরত্ব নয়।এই রকম কঠিন সময়ে পাশে দাঁড়ান, যেমন ভাবে সম্ভব।