কিছু দিন আগেই দমদম ক্যান্টনমেন্টে আমাদের সবার প্রিয় ‘রোল-কাকু’ ও তার গ্রুপ ‘হেল্প’ এর মাধ্যমে আমরা ২০ টি পরিবারকে বেশ কিছুদিনের রেশন দিতে পেরেছি। আমরা মূলত রেশনের ব্যয়ভার গ্রহণ করলেও পথিকৃত দাদা ও হেল্প এর সদস্যদের সাহায্যেই কাজটা সম্পন্ন হয়েছে।অনেক ভালোবাসা তোমাদের সকলকে।
প্রতি পরিবার পিছু ছিল মোট ১১ টা সরঞ্জাম। চাল- ৩ কেজি, ডাল- ১ কেজি, তেল-৫০০গ্রাম, সয়াবিন-২৫০ গ্রাম, আলু-৯০০গ্রাম, পেঁয়াজ- ৯০০গ্রাম,বিস্কুটের প্যাকেট, চিঁড়ে-৩০০ গ্রাম, মুড়ি,লবণ, হলুদ।প্রয়োজনে দেওয়া হয়েছে মাস্ক ও সাবানও।
এই রকম একটা কঠিন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার নিদান রয়েছে কিন্তু আমাদের অনুরোধ শুধুমাত্র শারীরিক দূরত্ব বজায় রাখুন, মানসিক দুরত্ব নয়।
তাই পাশে দাঁড়ান, যেমন ভাবে সম্ভব।
আপনার আশেপাশে কোনো পরিবার অভুক্ত থাকলে জানান আমাদের…আমরা যথাসাধ্য চেষ্টা করবো।