কয়েকজন দাদুদিদার সাথে,এই বছর অন্য রকম ভাইফোঁটা কাটালাম আমরা, যারা তাদের নিজেদের পরিবারেই ব্রাত্য।
সকাল ১১ টায় আমরা নৈহাটির ‘অঘোরিবাবা’র বৃদ্ধাশ্রমে পৌঁছে যাই,সেখানে প্রায় ৩০ জন দাদুদিদাকে সঙ্গে নিয়ে আমরা ভাইফোঁটার অনুষ্ঠান শুরু করি। ভাইফোঁটা উপলক্ষে তাঁদেরকে মিষ্টি, পৃথার বানানো handmade card, গনেশ ঠাকুরের মূর্তি, আর কাপ-প্লেট উপহার দিই আমরা। আর সঙ্গে ১০ টা ফুলের চারা, লুডো ও বিভিন্ন ইন্ডোর গেমস এর বোর্ড উপহার দিই।গান, নাচ, কবিতায় প্রায় একঘন্টার একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আশ্রমটার খোঁজ আমাদের গ্রুপের শাম্ব ই এনেছিল ওর বন্ধু শঙ্খর সঙ্গে যোগাযোগ করে। আর খাবারের দায়িত্ব নিয়েছিল দীক্ষা রা। সব শেষে তাদের ফোকলা দাঁতের হাসি মুখ গুলো আর ‘আবার এসো তোমরা’ এই আবদার টুকুই রিটার্ন গিফ্ট হিসেবে নিয়ে ফিরি আমরা…!