পঞ্চমীর বিকেলে ১২ জন পথশিশুদের নতুন জামা পরিয়ে ওদেরকে প্রথমবারের জন্য এক অন্য পুজো উপহার দেওয়ার চেষ্টা করেছি আমরা। টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে থেকে, আমরা ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়ি ওদের হাত গুলো ধরে। ওদের মায়েদের হাতেও শাড়ি তুলে দিয়েছি আমাদের সাধ্যমতো। কাছাকাছি তিনটে মণ্ডপে ওদেরকে ঠাকুর দেখানো, বেলুন ফাটানো,খাওয়া দাওয়া ইত্যাদি এমন কিছু কার্যকলাপের মধ্যে দিয়ে আমরাও আমাদের ছোটবেলা খুঁজতে চেষ্টা করেছি ওদের হারানো ছোটবেলার সঙ্গে। আড্ডা, মজা, ওদের দুরন্তপনা সব কিছু মিলিয়ে এক দারুন পুজোর সন্ধ্যা, বাকি পুজোর কটা দিনতো ছিলোই বন্ধু আর পরিবারের জন্য,তাই একটা সন্ধ্যে নাহয় এক অন্য পুজো কাটলো ওদের সঙ্গে…!
ভালো থাকুন,সুস্থ থাকুন সকলে…আসুন না মাঝে মাঝে এমন কিছু দিনে আমাদের আনন্দগুলো ওদের সঙ্গে ভাগ করে নিই,আনন্দ বাড়বেই বোধকরি…!