গত ৭ই সেপ্টেম্বর নদিয়ায় ঘুলঘুলির ই সদস্য সুদীপ্ত কুন্ডুর স্কুল বাঙালঝি রামকৃষ্ণ আশ্রমে ‘ঘুলঘুলি’র প্রথম ওয়ার্কশপটা ছিল। আসলে ক্লাইমেট চেঞ্জ আর তার কুপ্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে এবং তা ঠেকাতে নতুন প্রজন্মের কি কি ভূমিকা থাকতে পারে তারই একটা গুরুত্বপূর্ণ আলোচনা আর ভীষণ ভাবে জনসচেতনতার উদ্দেশ্যেই এইরকম ওয়ার্কশপ গুলোর প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা।তাই হেল্প ক্যাম্প ছাড়াও এগুলোর গুরুত্ব বুঝেই আমাদের এই নতুন প্রচেষ্টা।
ওই দিন আমরা ওই স্কুলের হেড স্যারের সহযোগিতায় প্রধানত ক্লাস নাইন-টেন এর প্রায় ১৮০ জনের মতো স্টুডেন্ট দের নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করি, যার প্রধান বিষয়বস্তু ছিল-
1. Tree plantation
2. Waste Management
3. No plastic
4. Female Sanitation
5. Drug misuse
6. Women empowerment
প্রত্যেকটি বিষয় সম্পর্কে ওদেরকে বোঝানো,অবগত করার কাজটা,দারুণ কিছু পোস্টারের জন্য আরও বেশি সুবিধে হয়েছে।পোস্টার বানানো থেকে, টপিকের উপর পড়াশোনা, ওই দিন ২-৩ ঘন্টার ওয়ার্কশপ এগুলো ঘুলঘুলির কিছু মেম্বারের অনেকটা ভালোবাসা আর পরিশ্রমের ফল আর তা যে ভীষণ রকম সার্থক হয়েছে তা ওই দিন ছাত্রছাত্রীদের উৎসাহ আর প্রতিক্রিয়াই বলে দিচ্ছিল।তাই স্কুল ছুটির পরও ওরা আমাদের সাথে স্কুলের মাঠেই প্রায় ৩০ টার মতো আম, চালতা, বেল,অমলতাস ও অন্যান্য কিছু গাছ লাগায় আর তাদের বড় করার দায়িত্ব নেয়,সাথে কিছু গাছ ওরা বাড়িও নিয়ে যায়। এছাড়াও ওয়ার্কশপ শেষে ওদের পরিবেশে সচেতনতা মূলক কিছু লিফলেট ও দেওয়া হয় যার দ্বারা ওরা দ্বায়িত্ব নিয়ে বাকিদের ও সচেতন করে তুলতে পারে। আর আমরা নিশ্চিত ওরাই পারবে, এই নবীন-কাঁচা রাই পারবে আধমরা’দের ঘা মেরে বাচাঁতে,এই বিশ্ব কে বাসযোগ্য করে তুলতে। প্রথম ওয়ার্কশপেই এত ভালো সাড়া পাওয়ায় ভবিষ্যতেও এমন আরও অনেক স্কুলেই ওয়ার্কশপ করার সাহস পাচ্ছি আমরা।
সময় এসেছে, আপনিও ভাবুন, সচেতন হোন, আশেপাশে সবাইকে সচেতন করুন।