গত শনিবারই শহর কলকাতার এক ম্যানমেড অরণ্যে আরও কিছু চারা গাছ সংযোজন করলো ‘ঘুলঘুলি’। মন্টু হাইত, আমাদের কলকাতার ‘অরণ্যদেব’ হিসাবে যিনি পরিচিত তাঁরই তত্ত্বাবধানে চেতলা ফরেস্টে প্রায় ৩২০ টা গাছ লাগানো হলো। তথাম্বিকা আর অঙ্কনই বনদপ্তরের সাথে যোগাযোগ করে চারা গাছ গুলোর আয়োজনে সাহায্য করেছে।গাছেদের মধ্যে ছিল, কাঁঠাল, জাম, আঁশফল, করবী, মহানিম, আতা, চালতা, সবেদা, অমলতাস, রাধাচূড়া,নিম আরও রকমারি নাম না জানা চারা। এই মুহুর্তে শহরে যে ভীষণ পরিমাণ গাছ লাগানোর প্রয়োজন রয়েছে সে কথা মাথায় রেখেই আমাদের ঘুলঘুলির বেশ কিছু সদস্য প্রায় সারাদিনের প্রচেষ্টায় এতগুলো গাছ লাগাতে পেরেছে।আগামীতে আরও অনেক গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে ‘ঘুলঘুলি’র।
আমাজনের জঙ্গল পুড়ে যে পরিমান ক্ষতি পরিবেশের হয়েছে তার তুলনায় হয়তো ৩২০ টা গাছ নগন্য, তবু ‘বিন্দুতে যখন সিন্ধু’ হয়, আশা ছাড়ি কি করে? আমাদের আশেপাশে অনেক বন্ধুরাই বিন্দু বিন্দু দিয়ে সাগর বানানোর চেষ্টা করছে, আপনিও হাতটা ধরুন না, চেষ্টা করতে ক্ষতি কি?আজই না শুরু করলে পরবর্তী প্রজন্ম কে জবাবদিহি কিন্তু আপনাকেই করতে হবে।
Last Saturday , few more ranges of shrubberies were added by The GHULGHULI to a man made forest located in the heart of Kolkata . Mantu Hait , also known as ‘the forest man’ of Kolkata , it was under his supervision around 320 trees were planted in Chetla forest . Tathambika and Ankan contacted the Forest Department and collected the plants . Among the trees Jackfruit , Berry , Chestnut , Nerium oleander , Margosa , Custard apple , Elephant apple , Chiku , Amaltash , radhachuura , neem , and more seedlings of not so familiar seedlings . Keeping in mind to the increasing demands of tree planting in our city and the persistent loss of greenery , Ghulghuli took up this tree plantation mission and with the help of some really dedicated members we were able to plant a large number of trees after working throughout the day. We are looking forward to more such endeavors in the future .
The environmental loss that our earth faced due to Amazon forest fire , our compensation might be a miniscule amount compared to that , but just like little drops of water and little grains of sand makes the ocean mighty and pleasant land , our initiative might be just a drop of water to a huge ocean in making . Its our earnest request to you to come forward , come and join our friends who are adding their little drops to help us . YES , it may seem like a distant utopian dream , but a small step towards the goal won’t harm, right? Lets initiate today so that our next generation can live a better life. Providing a sustainable environment for them is our responsibility…..