গতকাল ঘুলঘুলির পক্ষ থেকে আয়োজিত হয়েছিল #লাল_সবুজের_মেলা, যেখানে প্রচারের মধ্যে ছিল রক্ত দানের পাশাপাশি গাছ লাগানোর প্রয়োজনীয়তাও । তাই এই কর্মসূচিতে আমাদের স্লোগান ছিল #donate_red_save_green
এই মেলায় আসা প্রত্যেক উৎসাহী রক্তদাতাকে উপহার দেওয়া হয়েছে, একটা করে ছোট্ট গাছ, আর তারা কথাও দিয়েছেন আমাদের যে,গাছটাকে কে বড় করবেন, যত্ন নেবেন, আরও গাছ লাগাবেন, সচেতন করবেন আরও অনেককে।
ঘুলঘুলির এই প্রজেক্টে পাশে ছিল ‘পরিত্রাণ’। যারা আমাদের রক্তদানের জন্য সাহায্য করেছে,উৎসাহিত করেছে।অনেক ভালোবাসা সেই ছোট ছোট ভাই-বোনদের। ধন্যবাদ সেই ৭১ জন রক্তদাতাকে,আর মেডিকেল কলেজের সমস্ত কর্মকর্তাদের যাদের ছাড়া এই কাজ সফল হতো না কখনো।
সবশেষে অনেকটা ভালোবাসা সেইসব ভাই বোনদের যারা একদিকে যেমন ছিল রক্তদাতা, অন্যদিকে আয়োজকও ।
আগামীদিনে এরকম কাজ আরও করবে ঘুলঘুলি, শুধু পাশে চাই সবাইকে,এভাবেই….!