বন্যাত্রাণের জন্য আসামের মাসিমপুরে ঘুলঘুলি থেকে সাধ্যমতো পরিমাণে নিয়ে যাওয়া হয়েছিল, বেশ কিছু পুরোনো জামাকাপড়, স্যানিটারি ন্যাপকিন, মশা তাড়ানোর ধূপ, মোমবাতি, জ্যুস, শুকনো খাবার(কেক, বিস্কুট, চিঁড়ে, মুড়ি, ম্যাগি) সাবান, টুথপেস্ট এবং প্রয়োজনীয় আরও কিছু জিনিসপত্র। এই পুরো কাজটা করতে ঘুলঘুলিরই বার্বি যে শীলচরের বাসিন্দা তার দাদা ও তাদের পরিবারের সবাই আমাদের সাহায্য করেছেন।
পুরোনো জামাকাপড় এর বেশিরভাগ টাই লাইট হাউসের বাদল দা তাদের সংগ্ৰহ থেকে দিয়েছে, এমনকি ট্রেনে পার্সেল করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেও সাহায্য করেছে। তোমাদের সবাইকে ছাড়া এই কাজ সম্ভব হতো না,অনেক ভালবাসা তোমাদের।
এছাড়াও আগামী রবিবার একটা হেলথ ক্যাম্প এর আয়োজন করা হচ্ছে।
সবাই পাশে থেকো এভাবেই।